প্রধান শিক্ষক পরিচিতি
মো. জাহাঙ্গীর_আলম, পিতা- জনাব মো. রহমান আলী, মাতা- বেগম মোতাহেরা, গ্রাম- দক্ষিণ চাম্বল (মাঝের পাড়া), ডাকঘর- পূর্ব চাম্বল, উপজেলা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম। তিনি ১৯৯৩ সালে স্থানীয় চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এস.এস.সি পাশ করেন। ১৯৯৮ সালের ৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার হতে স্থানীয় চাম্বল উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে তিনি পশ্চিম বড়ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসা বাঁশখালী, খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসা চাম্বল বাঁশখালী ও জাফরাবাদ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা চন্দনাইশ চট্টগ্রামে সহকারী শিক্ষক থাকাবস্থায় ০১ মার্চ ২০১৭ সালে অত্র প্রতিষ্ঠানে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যার বাবা। তাঁর স্ত্রী বেগম নার্গিস আক্তার স্থানীয় ৮৭নং দক্ষিণ চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।