EIIN : 104062; School Code : 3556

Napora Shekherkhil High School

নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্নার

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় অর্জনের ৫০ বছর পূর্তি
সুবর্ণজয়ন্তী কর্নার
Slide1

Slide2

Slide2

Slide2

Slide2

Photo Gallery

Sports & Cultural Program; Other Program; Study Tour Picture

All Notice

Institute Notice, Board Notice & Other Admission Notice

Login

Admin, Teacher, Staff & Student Login Panel

Admission Form

Online Admission Form.

Logo

বিদ্যালয়ের ইতিহাস

চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার সর্ব দক্ষিণে পুইছড়ি শেখেরখীল ইউনিয়নের নাপোড়া শেখেরখীল গ্রামে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৬৪ খ্রিষ্টাব্দে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্বর্গীয় নবকুমার মাতব্বর মহোদয়ের পৃষ্টপোষকতায় বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল হিসেবে যাত্রা শুরু করে। কোন ব্যক্তি বিশেষের নামে নয় বরং এলাকার নামে অত্র বিদ্যালয়টি "নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়" নামে নামাকরণ করা হয়।
অতপর, ১৯৬৪ খ্রিষ্টাব্দে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষাবিদ জনাব নুরুল ইসলাম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহোদয়ের অকৃত্রিম চেষ্টার ফলে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে রূপ লাভ করে। বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে ১৯৬৬ খ্রিষ্টাব্দে প্রথম ব্যাচ এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে। অত্র এলাকার দানবীর শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শিক্ষক বাবু নলীনি রঞ্জন দেব দাশ মহোদয় বিদ্যালয়ের জন্য জমি দান করে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিদ্যালয় পরিচালনা পরিষদে আসেন। ২৩৭ শতাংশ জমি নিয়ে এ বিদ্যালয়ের অবস্থান। বর্তমানে বিদ্যালয়ে মোট তিনটি দ্বিতল ভবন ও স্কুল সংশ্লিষ্ট একটি সাইক্লোন সেল্টার রয়েছে। মূল ভবনের নীচ তলায় অফিস কক্ষ ও দুটি শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার ও লাইব্রেরী রয়েছে। পশ্চিম পার্শ্বস্থ ভবনে ৫টি কম্পিউটার সমৃদ্ধ বিশাল মাল্টিমিডিয়া ক্লাসরুম, আটটি ক্লাসরুম ও শিক্ষক মিলনায়তন রয়েছে। বিদ্যালয়ে ৫টি শ্রেণিতে মোট ২১টি শাখা রয়েছে। বিদ্যালয়ের মূল ভবনটি দক্ষিণমুখী। সামনে খেলার মাঠ। ২টি টিউবওয়েল ও ৬টি শৌচাগার আছে। রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যালয়ের চারদিকে পাকা দেয়াল নির্মাণ করায় সার্বিক শৃঙ্খলা বজায় রয়েছে। চারজন অভিজ্ঞ শিক্ষককে নিয়ে দু'বছরের জন্য একাডেমিক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য যে, উত্তরোত্তর ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধির ফলে বর্তমান অবকাঠামো অপর্যাপ্ত। বহু চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে শিক্ষাদানের পরিবেশ অনেক উন্নত। বিদ্যালয়ের চারদিকে গাছ দ্বারা বেষ্টিত থাকায় ভৌগলিক পরিবেশ অতি মনোরম ও সুন্দর। বর্তমানে বিদ্যালয়ে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী রয়েছে। শিক্ষক মহোদয়গণ অান্তরিকতার সাথে শিক্ষাদান করেন বিধায় দিনদিন শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরে জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল তারই প্রমাণ। ২০১২ খ্রিষ্টাব্দে জে.এস.সি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী জুনিয়র সরকারি বৃত্তি লাভ করে। এছাড়া বেসরকারিভাবে অগণিত বৃত্তি পাওয়ার স্বাক্ষর রাখছে শিক্ষার্থীরা। বিদ্যালয় পরিচালনা পরিষদের সুষ্ঠু তদারকি, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ফলে লেখাপড়ার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আন্ত ও বহিস্থ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়ায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম বাড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। সময়নিষ্ঠা ও বিষয়ভিত্তিক পাঠদান, সময়মতো পাঠ পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিলেবাস সমাপ্তি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান সহ-পাঠক্রমিক কার্যাবলীর সুষ্ঠু বাস্তবায়নে বিদ্যালয়টি ক্রমোন্নতি তরান্বিত হচ্ছে।
- কর্তৃপক্ষ।

Message

President Message

Lorem Ipsum is a dummy text that is mainly used by the printing and design industry. It is intended to show how the type will look before the end product is available. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500:s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. Lorem Ipsum dummy texts was available for many years on adhesive sheets in different sizes and typefaces from a company called Letraset. When computers came along, Aldus included lorem ipsum in its PageMaker publishing software, and you now see it wherever designers, content designers, art directors, user interface developers and web designer are at work. They use it daily when using programs such as Adobe Photoshop, Paint Shop Pro, Dreamweaver, FrontPage, PageMaker, FrameMaker, Illustrator, Flash, Indesign etc.

Lorem Ipsum is a dummy text that is mainly used by the printing and design industry. It is intended to show how the type will look before the end product is available. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500:s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. Lorem Ipsum dummy texts was available for many years on adhesive sheets in different sizes and typefaces from a company called Letraset. When computers came along, Aldus included lorem ipsum in its PageMaker publishing software, and you now see it wherever designers, content designers, art directors, user interface developers and web designer are at work. They use it daily when using programs such as Adobe Photoshop, Paint Shop Pro, Dreamweaver, FrontPage, PageMaker, FrameMaker, Illustrator, Flash, Indesign etc.

Lorem Ipsum is a dummy text that is mainly used by the printing and design industry. It is intended to show how the type will look before the end product is available. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500:s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. Lorem Ipsum dummy texts was available for many years on adhesive sheets in different sizes and typefaces from a company called Letraset. When computers came along, Aldus included lorem ipsum in its PageMaker publishing software, and you now see it wherever designers, content designers, art directors, user interface developers and web designer are at work. They use it daily when using programs such as Adobe Photoshop, Paint Shop Pro, Dreamweaver, FrontPage, PageMaker, FrameMaker, Illustrator, Flash, Indesign etc.

Lorem Ipsum is a dummy text that is mainly used by the printing and design industry. It is intended to show how the type will look before the end product is available. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500:s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. Lorem Ipsum dummy texts was available for many years on adhesive sheets in different sizes and typefaces from a company called Letraset. When computers came along, Aldus included lorem ipsum in its PageMaker publishing software, and you now see it wherever designers, content designers, art directors, user interface developers and web designer are at work. They use it daily when using programs such as Adobe Photoshop, Paint Shop Pro, Dreamweaver, FrontPage, PageMaker, FrameMaker, Illustrator, Flash, Indesign etc.

Headmaster Message

প্রধান শিক্ষক পরিচিতি

মো. জাহাঙ্গীর_আলম, পিতা- জনাব মো. রহমান আলী, মাতা- বেগম মোতাহেরা, গ্রাম- দক্ষিণ চাম্বল (মাঝের পাড়া), ডাকঘর- পূর্ব চাম্বল, উপজেলা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম। তিনি ১৯৯৩ সালে স্থানীয় চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এস.এস.সি পাশ করেন। ১৯৯৮ সালের ৩ অক্টোবর রোজ বৃহস্পতিবার হতে স্থানীয় চাম্বল উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে তিনি পশ্চিম বড়ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসা বাঁশখালী, খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসা চাম্বল বাঁশখালী ও জাফরাবাদ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা চন্দনাইশ চট্টগ্রামে সহকারী শিক্ষক থাকাবস্থায় ০১ মার্চ ২০১৭ সালে অত্র প্রতিষ্ঠানে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যার বাবা। তাঁর স্ত্রী বেগম নার্গিস আক্তার স্থানীয় ৮৭নং দক্ষিণ চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

Latest Notice

School Notice

Date Heading
10/12/2018 Admission notice
10/12/2018 Admission notice
Date Heading
Date Heading

14

TODAY

10

YESTERDAY

1724

LAST 7 DAYS

7442

TOTAL

Photo Gallery